রণ দুন্দুভি শোন ওই বাজে | Rana Dundubhi Shono Oi Baje | Key Lyrics

রণ দুন্দুভি শোন ওই বাজে
Rana Dundubhi Shono Oi Baje
(শিল্পী: ইন্দ্রজিত)
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
মহামায়া চলেছে অসুর নিধনে
ভয়ংকরী সাজে
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
মহামায়া চলেছে অসুর নিধনে
ভয়ংকরী সাজে
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
গর্জন ধ্বনি ওঠে মহাসুর কণ্ঠে
সংহার হল দেবী সৈন্য
অসুরের পদ ঘরে কম্পিত ধরাধাম
ধরণীর দশা হল দৈন্য
[উতল বিদীর্ণ সাগর উত্তাল]-২
সুরলোকে মরে যেন লাজে।
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
মহামায়া চলেছে অসুর নিধনে
ভয়ংকরী সাজে
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
মাতঙ্গ ব্যাঘ্র গণ্ডার সিংহ
বহুরূপ ধরে মহা-অসুর
চামুণ্ডা চণ্ডীর হুঙ্কার ধ্বনি শুনে
ভীষণ দানব ভয়াতুর
[আকাশে অাকিঞ্চন বাতাসে নিনাদ]-২
মহামায়া অসুরের খোঁজে।
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
মহামায়া চলেছে অসুর নিধনে
ভয়ংকরী সাজে
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
দেবতারা ধ্বনি তোলে মঙ্গল শঙ্খে
মহাসুর কাঁপে অপরাধে
আরত্য সুলোচনা ক্রুদ্ধা অমৃকা
বন্ধন করে জাল ফাঁদে
[চণ্ডীর শূলাঘাতে ভীষণ অসুর]-২
ভূলুন্ঠিত ধূলি মাঝে।
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-২
মহামায়া চলেছে অসুর নিধনে
ভয়ংকরী সাজে
[রণ দুন্দুভি শোন ওই বাজে]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *