মুখ দেখে ভুল করো না | Mukh Dekhe Bhul Koro Na | আব্দুল জব্বার

শিরোনামঃ মুখ দেখে ভুল করো না
Mukh Dekhe Bhul Koro Na
শিল্পীঃ আব্দুল জব্বার
অ্যালবামঃ সাধু শয়তান
সুরকারঃ রাজা হোসেন খান
গীতিকারঃ সুজর শ্যাম
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না
মানুষের ভেতরের খবর তো কেউ পায় না,
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না।।
সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই,
কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না
দেখে শোনে তাই করোনা যাচাই,
দামী পোশাক পরা নামী মানুষ
কখনও কেউ তাদের দেয়না যে দোষ,
এমনি সুযোগ পেয়ে ভুড়ি ভুড়ি
দিন দুপুরেই করে পুকুর চুড়ি
আরো অনেক কথা বলতে চাই বলা যায় না।
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না।।
মিথ্যায় ডেকে এমন সত্যিটারে
পৃথিবী ক দিন আর চলতে পারে
একদিন মুখোশ জানি যাবে খুলে
জবাব দিতে হবে সুদে মুলে,
যতই অপরাধ ঢাকতে চাও ঢাকা যাবে না।
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না।।
মানুষের ভেতরের খবর তো কেউ পায়না
সাধু আর শয়তানে যে ভাই
দুনিয়ায় চলেছে লড়াই,
কে সাধু কে শয়তান কিছু বলা যায় না
দেখে শোনে থাই করোনা যাচাই,
মুখ দেখে ভুল করো না মুখটা তো নয় মনের আয়না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *