মালা লিরিক্স | Mala Lyrics | অঞ্জন দত্ত | Anjan Dutta | তোমার জঙ্গলা পাড়ের | Tomar Jongola Parer

মালা লিরিক্স | Mala Lyrics
অঞ্জন দত্ত | Anjan Dutta
তোমার জঙ্গলা পাড়ের
Tomar Jongola Parer
শিরোনামঃ মালা
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে
নিয়ে হাজার বিদেশি উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটাচলা সোফিয়া লরেন;
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্না সেন;
বৃষ্টি এলে চলে যাও জেয়সালমির, শীতকালে গোডাই ক্যানাল;
দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান;
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেঁচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা।
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে, মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটাও
আমি চিনি, আমি জানি তোমাকে, তোমাকে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *