মানুষ থুইয়া খােদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে | Manush Thuiya Khoda Bhojo Ei Montrona Ke Diyache | উল কবি মোহাম্মদ জালালউদ্দীন খাঁ

মানুষ থুইয়া খােদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে
Manush Thuiya Khoda Bhojo Ei Montrona Ke Diyache
★বাউল কবি মোহাম্মদ জালালউদ্দীন খাঁ
মানুষ থুইয়া খােদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে।
মানুষ ভজ কোরান খুঁজ পাতায় পাতায় সাক্ষী আছে।
খােদার নাহি ছায়া-কায়া স্বরূপে ধরেছে মায়া
রূপে মিশে রূপের ছায়া ফুল কলি ছয় প্রেমের গাছে।
আরব দেশে মক্কার ঘর মদিনায় রছুলের কবর
বয়তুল্লায় শূন্যের পাথর মানুষ সব করিয়াছে।
মানুষে করিছে কর্ম কত পাপ কত ধর্ম
বুঝিতে সেই নিগৃঢ় মর্ম মন-মহাজন মধ্যে আছে।
দেলের যখন খুলবে কপাট দেখবে তবে প্রেমের হাট
মারিফত সিদ্ধির ঘাট সকলি মানুষের কাছে।
সৃষ্টির আগে পরােয়ারে মানুষেরি রূপ নেহারে
ফেরেশতা যাইতে নারে মানুষ তথায় গিয়াছে।
মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম লইয়া
খেলতে হইল মানুষ লইয়া জাত বিনা কি জাতি বাঁচে।
মানুষের ছবি আঁকো পায়ের ধূলি গায়ে মাখাে
শরীয়ত সঙ্গে রাখাে তত্ত্ব-বিষয় গােপন আছে।
জালালে কয় মন রে পাজি করলে কত বে-লেহাজি
মানুষ তােমার নায়ের মাঝি এক দিন গিয়া হবে পাছে।
মানুষ থুইয়া খােদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে | Manush Thuiya Khoda Bhojo Ei Montrona Ke Diyache | উল কবি মোহাম্মদ জালালউদ্দীন খাঁ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *