ভালবেসে গেলাম শুধু লিরিক্স | Bhalobese gelam shudhu Lyrics

ভালবেসে গেলাম শুধু

Bhalobese gelam shudhu

শিল্পী- এণ্ড্রু কিশোর 

সুর- আলম খান

ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।

কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা

নিরাশারই আধার আমার করে শুধু ইশারা

কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়

আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়

কেন জানি না আমি কেন জানি না।।

চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না

এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না

আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়

সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়

এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।

Check Also

Oi Chobita Takiye Ache Lyrics

ওই ছবিটা তাকিয়ে আছে Lyrics | Oi Chobita Takiye Ache Lyrics

ওই ছবিটা তাকিয়ে আছে Lyrics Oi Chobita Takiye Ache Lyrics     ওই ছবিটা তাকিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *