ভজ মুরশিদের কদম এই বেলা | Bhojo Murshider Kadam Ei Bela | Lalon Fakir

ভজ মুরশিদের কদম এই বেলা
Bhojo Murshider Kadam Ei Bela
Lalon Fakir
ফকির লালন সাঁই
ভজ মুরশিদের কদম এই বেলা ।
চার পিয়ালা হৃদ-কমলে
ক্রমে হবে উজালা ।।
নবীজীর খান্দানেতে
পিয়ালা চার মতে
জেনে নেও দিন থাকিতে
ওরে আমার মন-ভোলা ।।
কোথায় হায়াত-নদী
ধারা বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা ।।
এপারে কে আনিল
ওপার কে নিবে বল
লালন কয় তারে ভোল
করে যে অবহেলা ।।
ভজ মুরশিদের কদম এই বেলা  Bhojo Murshider Kadam Ei Bela  Lalon Fakir

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *