ভগবানকে দোষ দিয়ে আর
Bhagoban Ke Dosh Diye Aar
কথা,সুর ও শিল্পী: নকুল কুমার বিশ্বাস
ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?
বলো কেমন করে থাকবেন কৃষ্ণ?
আমরা হিন্দুরাই তো হিন্দু নাই!
[ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?]-২
[সন্ধ্যাহ্নিক,পূজার্চনা,শাস্ত্র-সদাচার
এই হিন্দুসমাজ ভুলে গেছে ধর্ম-কর্ম তার]-২
[এখন ভগবততত্ত্বে বিশ্বাস নাই আর]-২
আমরা মানি না গুরু-গোঁসাই,
[ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?]-২
[ওই দেখো আল্লাহতে অটল বিশ্বাসী
বিশ্বের সকল মুসলমান,
প্রাণের চেয়েও প্রিয় তাদের
মসজিদ আর কোরআন।]-২
[আমরা অবিশ্বাসী নাস্তিক সমান]-২
ভণ্ডামি সার সর্বদাই,
[ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?]-২
[দেখি এই হিন্দুর মাঝেই যত
অলসতা,তন্দ্রা-জড়তা,
দুর্বলতা,সংকীর্ণতা,স্বার্থপরতা]-২
[আমরা ভুলে ধর্মের মূলের কথা]-২
সদা ভোগ বিলাসেই দিন কাটাই,
[ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?]-২
[এই বিশ্বে সনাতন এক
সৎ,শুভ্র,পবিত্র দর্শন
আজ আমাদেরই কর্মদোষে
এই অধঃপতন!]-২
[কবে হবে যে হিন্দু জাগরণ!]-২
অধীন নকুলের ভাবনা তাই,
ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?
বলো কেমন করে থাকবেন কৃষ্ণ
আমরা হিন্দুরাই তো হিন্দু নাই।
[ভগবানকে দোষ দিয়ে আর
লাভ কি বলো ভাই?]-২