বল গো বল গো সখি
Bolo Go Bolo Go Sokhi
রাধারমণ দত্ত
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই কোন বা দেশে যাই
আমি কোন বা দেশে গেলে
আমার প্রাণবন্ধুরে পাই
আপন জানি প্রাণবন্ধুরে
হৃদরে দিলাম ঠাই
আমায় দিল আশা ভাঙ্গল বাসা
আর প্রেমে কাজ নাই
সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রায় যাই
আমি শুইলে স্বপনে দেখি
শ্যাম লইয়া বেড়াই
ভাইবে রাঁধা রমন বলে
শুনগো ধনী রাই
আমার মনের আগুন নিভে ছিল
কে দিল জ্বালাই