শিরোনামঃ বড় সাধ জাগে একবার তোমায় দেখি
Baro Sadh Jage Ekbar Tomay Dekhi
শিল্পীঃ প্রতিমা বন্দ্যোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখপাধ্যায়
গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়
বড় সাধ জাগে,
একবার তোমায় দেখি,
কতকাল দেখিনি তোমায়,
একবার তোমার দেখি॥
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি,
চোখ তুলে যত টুকু আলো আসে,
সে আলোয় মন ভরে যায়।
কতকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি।
আমার এই অন্ধকারে
কত রাত কেটে গেলো,
আমি আধাঁরেই রয়ে গেলাম।
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই একে রঙে রঙে সুরে সুরে
ওরা যদি গান হয়।
কতকাল দেখিনি তোমায়,
একবার তোমায় দেখি॥