বড় নিগুমেতে আছেন গো সাঁই | Boro Nigumete Achen Go Shai | Lalon Song

বড় নিগুমেতে আছেন গো সাঁই
Boro Nigumete Achen Go Shai
ফকির লালন সাঁই
বড় নিগুমেতে আছেন গো সাঁই ।
যেখানেতে আছে মানুষ
সেথা চন্দ্র সূর্যের বারাম নাই ।।
চন্দ্র সূর্য যে গড়েছে
ডিম্ব রূপে সেই ভেসেছে
একদিনে হিল্লোল এসে
নিরঞ্জনের জন্ম হয় ।।
হাওয়াদ্বারি দেল কুুঠরি
মানুষ আছে শূণ্যপুরী
শূণ্যকারে শূণ্য বারি
মানুষ রয় মানুষের ঠাঁই ।।
আত্মতত্ত্ব পরমতত্ত্ব
বৃন্দাবনে নিগূঢ় অর্থ
লালন বলে নিগূঢ় পদার্থ
সেই ধামেতে মানুষ নাই ।।
বড় নিগুমেতে আছেন গো সাঁই | Boro Nigumete Achen Go Shai | Lalon Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *