পরান কান্দে
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
Poran Kande
Amare Chariya Re Bondhu Jayo Na
শিরোনামঃ পরান কান্দে
শিল্পীঃ আরফিন রুমি
সুরকারঃ আরফিন রুমি
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে আমার
ঘরে মন বসে না,
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না।।
কোন বা দেশে থাকো রে তুমি
কেথায় তোমায় খুজি……..
চোখ বান্দা বলদের মত দেশে দেশে ঘুড়ি,
তুমি ছাড়া আমার পরান বাচেনা,
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না,
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না ।।
এত স্বাদের পিরিত রে বন্ধু ভেঙ্গে দিবা যদি…
পিরিতি শিকাইয়া আমায় কেন দিলা ফাকি,
তুমি ছাড়া আমার জীবন বাচেনা,
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না।
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে,
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না ।।