না ঘুচিলে মনের ময়লা | Na Ghuchile Moner Moyla | KeyLyrics

না ঘুচিলে মনের ময়লা
Na Ghuchile Moner Moyla
ফকির লালন সাঁই
না ঘুচিলে মনের ময়লা ।
সেই সত্য পথে না যায় চলা ।।
মন পরিস্কার কর আগে
অন্তর বাহির হবে খোলা
তবে যত্ন হলে রত্ন পাবে
এড়াবে সংসার জ্বালা ।।
স্নানাদি বস্ত্র পরিস্কার
অঙ্গে ছাপা জপমালা
দেখ এ সকলি ভ্রান্ত
কেবল লোক দেখানো ছেলেখেল ।।
ভবনদী তরবি যদি
তার যোগাড় কর এই বেলা
সিরাজ সাঁইয়ের প্রেমে মগ্ন হলে
লালন তোর ঘুচে যাবে মনের ঘোলা ।।
না ঘুচিলে মনের ময়লা  Na Ghuchile Moner Moyla  KeyLyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *