দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় – Din Bari Jay Chore Pakhir Danay

দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায় – 
Din Bari Jay Chore Pakhir Danay
Artist: Bappa Mazumder
Album: Din Bari Jaay
Released: 2007
দিন বাড়ি যায়

চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা

জমে নীরবতা

তুমি চোখে রাখো চোখ

চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

দিন বাড়ি যায়

চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা

জমে নীরবতা

তুমি চোখে রাখো চোখ

চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

নদীরা বাঁধনহারা

আঁকাবাঁকা ছুটে যায়

সব নদী যেন তবু

মিলবে মোহনায়

আমারও নোঙর বাঁধা

তোমারই সে সীমানায়

যেতে পথে আজ এইটুক বলি

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

মেঘেরা ছন্নছাড়া

নীলিমায় ভেসে যায়

জল হয়ে যেন তবু

ঝরবে বরষায়

এই নিয়তি বাঁধা

তোমারই সে আঙিনায়

যেতে পথে আজ এইটুক বলি

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

দিন বাড়ি যায়

চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা

জমে নীরবতা

তুমি চোখে রাখো চোখ

চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

যতদূরে যাই

জানি না তো কবে

জেনে রেখো শুধু

ফের দেখা হবে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *