দয়াল তোমার পানে চাহিয়া
Dayal Tomar Pane Chahiya
কণ্ঠ: আব্দুল আলীম
দয়াল তোমার পানে চাহিয়া
আমি অকূল দরিয়ায়
দিলাম নাও ভাসাইয়া
[(দয়াল) তোমার পানে চাহিয়া]-২
ঢেউয়ের আড়ি ঢেউয়ের বাড়ি
ঢেউয়েরই কারখানা
ঢেউ চিনিয়া ঢেউ চিনিয়া
ধইরো পাড়ি ওমন মাঝি কানা
কলঙ্ক হবে রে যদি
তরী যায় তলাইয়া
তোমার পানে চাহিয়া
আমি অকূল দরিয়ায়
দিলাম নাও ভাসাইয়া
দয়াল তোমার পানে চাহিয়া।
দয়াল প্রাণে লাগে ভয়
ভবনদীর ভবনদীর
তরঙ্গ ভারি
কেমনে যাব বাইয়া!
আর কতদূর বাইতে হবে রে
ওকি গাঙের একূল
গেল যে ভাঙ্গিয়া;
একূল ওকূল দুই কূলে তোর
নাইকো আপন কেহ
পদ্মার ঢেউ পদ্মার ঢেউ
ধইরা বুকে
ভাসাইলি তোর দেহ
প্রেমতলাতে যাস কেন ভাই
ওরে বেভুল নাইয়া
তোমার পানে চাহিয়া
আমি অকূল দরিয়ায়
দিলাম নাও ভাসাইয়া
দয়াল তোমার পানে চাহিয়া।