তোমরা শুনছোনি গো রাই
Tomra Shunchoni Go Rai
ধামাইল গান(সিলেটি)
কথা ও সুর: দিব্যময়ী দাশ
[তােমরা শুনছোনি গাে রাই
তােমরা শুনছোনি গাে রাই
কাইল যে আইছে নয়া জামাই
বলদ নাকি গাই]-২
[তােমরা শুনছোনি গাে রাই]-২
[এক বলদ নয়া জামাই
আরেক বলদ তার ভাই]-২
[এগাে আরেক বলদ সঙ্গে আইছে
তার বইনের জামাই]-২
[তােমরা শুনছোনি গাে রাই]-২
কাইল যে আইছে নয়া জামাই
বলদ নাকি গাই
[তােমরা শুনছোনি গাে রাই]-২
[ডাল দিমু,শাক দিমু পাক করিয়া খাইয়ো]-২
[এগো ডাল শুকালে নতুন জামাইরে
পুইরা দিমু হালুআও]-২
[তােমরা শুনছোনি গাে রাই]-২
কাইল যে আইছে নয়া জামাই
বলদ নাকি গাই
[তােমরা শুনছোনি গাে রাই]-২
[চির যদি নয়া জামাই
আরো চিরাইমু ]-২
[এগাে লােহার জিঞ্জির গলায় দিয়া
বান্দর নাচাইমু]-২
[তােমরা শুনছোনি গাে রাই]-২
কাইল যে আইছে নয়া জামাই
বলদ নাকি গাই
[তােমরা শুনছোনি গাে রাই]-২
[ত্যক্ত হইও না গাে জামাই
ব্যাজার হইও না]-২
[এগাে দিব্যময়ীর ঠাট্টার কথা
বাড়িত্ কইও না]-৩
[তােমরা শুনছোনি গাে রাই]-২
কাইল যে আইছে নয়া জামাই
বলদ নাকি গাই
[তােমরা শুনছোনি গাে রাই]-৬