শিরোনামঃ তবু মনে রেখো
Song: Tabu Mone Rekho
শিল্পীঃ শ্রাবণী সেন
Rabindranath Tagore
Rabindrasangeet
Album: Tradition & Creativity In Tagore Songs
Singer: Rabindranath Tagore
Lyricist & Music: Rabindranath Tagore
Label: Hindusthan Record
——-রবীন্দ্র সঙ্গীত—–
তবু মনে রেখো যদি দুরে যাই চলে
তবু মনে রেখো।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজ্বালে,
যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও,
ছায়ার মতন আছি না আছি
(তবু) মনে রেখো ।।
যদি জল আসে আখিপাতে,
একদিন যদি খেলা থেমে যায় মোহ-রাতে,
( তবু ) মনে রেখো।।
একদিন যদি বাধা পড়ে কাজে শারদপ্রাতে,
তবু মনে রেখো।
যদি পড়িয়া মনে
ছলছল জল নাই দেখা দেয় নয়নকোনে,
তবু মনে রেখো,
তবু মনে রখো ।।
তবু মনে রেখো
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো
যদি পুরাতন প্রেম
ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে
যদি থাকি কাছাকাছি
দেখিতে না পাও
ছায়ার মতন আছি না আছি
মনে রেখো
তবু মনে রেখো
যদি জল আসে আঁখিপাতে
যদি জল আসে আঁখিপাতে
একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে
তবু মনে রেখো
একদিন যদি বাধা পড়ে কাজে শারদপ্রাতে
তবু মনে রেখো
যদি পড়িয়া মনে
যদি পড়িয়া মনে
ছলোছলো জল না ই দেখা দেয় নয়নকোণে
তবু মনে রেখো
মনে রেখো
তবু মনে রেখো