টুকরো টুকরো কিছু মেঘের মতো | Tukro Tukro Kichu Megher Moto Lyrics

টুকরো টুকরো কিছু মেঘের মতো
Tukro Tukro Kichu Megher Moto
অ্যালবাম: আমার শহর কোলকাতা
গীতিকার: গৌতম সুস্মিত
সুরকার: বাবুল বোস
কণ্ঠ: কুমার শানু
হে হে হে আ হা হা হে হে হে হে হে হে
টুকরো টুকরো কিছু মেঘের মতো
কিছু টুকরো টুকরো স্মৃতি
কী যেন বেশ তার নামটা ছিলো
ছিলো কোন্ সে মধুর তিথি?
[আসবো আসবো করে মনে আসেনা]-২
স্মৃতি বড় বেইমান বন্ধু সে হয়না
টুকরো টুকরো কিছু মেঘের মতো
কিছু টুকরো টুকরো স্মৃতি
কী যেন বেশ তার নামটা ছিলো
ছিলো কোন্ সে মধুর তিথি?
[এতদিন যাকে ছাড়া ভাবতে পারিনি
কী করে তাকে মন ভুলতে ভোলেনি]-২
সময়ের স্রোতে ভেসে ছিন্নমূলের মতো
এতদূরে পৌঁছাব কখনো বুঝিনি
ভুলে যাওয়া গল্প তবু কিছু ছাড়ে না
স্মৃতি বড় বেইমান বন্ধু সে হয়না
টুকরো টুকরো কিছু মেঘের মতো
কিছু টুকরো টুকরো স্মৃতি
কী যেন বেশ তার নামটা ছিলো
ছিলো কোন্ সে মধুর তিথি?
[দমকা হাওয়ার মতো পুরানো সে দিন এসে
আমাকে ভরিয়ে রাখে ব্যথার আবেশে]-২
কার ছিলো অপরাধ সে ডাকে বলে দেবে
সে জবাব এতদিন কার কাছে কে নেবে
জলভরা চোখ দুটো তবু পিছু ছাড়ে না
স্মৃতি বড় বেইমান বন্ধু সে হয়না
টুকরো টুকরো কিছু মেঘের মতো
কিছু টুকরো টুকরো স্মৃতি
কী যেন বেশ তার নামটা ছিলো
ছিলো কোন্ সে মধুর তিথি?
[আসবো আসবো করে মনে আসেনা]-২
স্মৃতি বড় বেইমান বন্ধু সে হয়না
টুকরো টুকরো কিছু মেঘের মতো
কিছু টুকরো টুকরো স্মৃতি
কী যেন বেশ তার নামটা ছিলো
ছিলো কোন্ সে মধুর তিথি?
হে হে হে আ হা হা হে হে হে হে হে হে
হে হে হে আ হা হা ও ও হো হো হো হো
টুকরো টুকরো কিছু মেঘের মতো | Tukro Tukro Kichu Megher Moto Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *