জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো | Jibon Jokhon Shukaye Jay Koruna Dharay Eso | রবীন্দ্রনাথ ঠাকুর

শিরোনামঃজীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
Jibon Jokhon Shukaye Jay Koruna Dharay Eso
শিল্পীঃ সুচিত্রা মিত্র
সুরকারঃ ভীমরাও শাস্ত্রী ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায় গীতসুধারসে এসো,
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।।
কর্ম যখন প্রবল আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
হৃদয়প্রান্তে হে জীবনাথ শান্তচরণে এসো
জীবন যখন শুকায়ে যায় করুনাধারায় এসো।।
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ
রাজ সমারোসে এসো,
বাসনা যখন বিপুল দুলায়
অন্ধ করিয়া অবোধে ভূলায়
ওহে পবিত্র ওহে অনিদ্র
রুদ্র আলোকে এসো,
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *