জীবনের সার তুমি
Jiboner Sar Tumi
ছায়াছবি: ছোট বউ
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: স্বপন চক্রবর্তী
কন্ঠ: আশা ভোঁসলে
Jiboner Sar Tumi
ছায়াছবি: ছোট বউ
কথা: ভবেশ কুণ্ডু
সঙ্গীত: স্বপন চক্রবর্তী
কন্ঠ: আশা ভোঁসলে
জীবনের সার তুমি
প্রভু গো আমার
প্রণাম জানাই আমি
চরণে তোমার।।
ঝড়ের আঘাতে আজ
কাঁপে দীপ শিখা
জানিনা ললাতে আছে
কি লিখন লিখা
তুমি তো ভালোই জান
কি লেখা লিখেছ
আমরা জানিনা কিছু
জানি তুমি আছ
আমাদের সবকিছু
তুমি নাও ভার
প্রণাম জানাই আমি
চরনে তোমার
জীবনের সার তুমি
প্রভু গো আমার
প্রণাম জানাই আমি
চরনে তোমার।
এ জীবনে বেঁচে আছি
তোমারি দয়াতে
তাও যদি আরও দুখ
দুঃখ নাহি তাতে
তন্ন যদি করে থাকি
হয়ে একমনা ;
তোমারি করুণা যেন
পাই এক কনা
তোমারি অভয়ে প্রভু
দুঃখ হব পার ;
প্রণাম জানাই আমি
চরনে তোমার।
জীবনের সার তুমি
প্রভু গো আমার
প্রণাম জানাই আমি
চরনে তোমার।
সুখে দুঃখে আমাদের
কেটে যায় জীবন;
হঠাৎ দেখি যে আজ
এসেছে প্লাবন।
তুমি যদি হও প্রভু
একটু সদয়
কাউকে করিনা মোরা
এতটুকু ভয়।
চরণে প্রণাম করি
তাই বারে বার
প্রণাম জানাই আমি
চরনে তোমার।
জীবনের সার তুমি
প্রভু গো আমার
প্রণাম জানাই আমি
চরনে তোমার।