জিন্দা পীর আগে ধরোরে
Jinda Pir Age Dhorore
ফকির লালন সাঁই
জিন্দা পীর আগে ধরোরে ।
দেখে শমন যাক ফিরে ।।
আয়ূ থাকিতে আগে মরা
সাধক যে তার এমনি ধারা
প্রেমোন্নাদে মাতোয়ারা
সে কি বিধির ভয় করে ।।
মরে যদি ভেসে ওঠে
সে তো বেড়ায় ঘাটে ঘাটে
মরে ডোবো শ্রীপাটে
বিধির অধিকার ত্যাগেরে ।।
হায়াতের আগে যে মরে
বাঁচে সে মউতের জোরে
দেখোরে মন হিসাব করে
ফকির লালন কয় ডেকেরে ।।