জাগো ভারত মাতা তুমি জাগো (বন্দে মাতরম্) | Jago Varot Mata Tumi Jago (Bonde Maataram) | Key Lyrics

Jago Varot Mata Tumi Jago অ্যালবাম-বন্দে মাতরম্ কথা-শ্যামলোক সঙ্গীত-শ্যামলোক সুর-উত্তম কুমার মন্ডল শিল্পী-উত্তম কুমার মন্ডল
বন্দে মাতরম্ (মাতরম্,মাতরম্)
বন্দে মাতরম্,বন্দে মাতরম্
বন্দে মাতরম্ (মাতরম্,মাতরম্)
[জাগো ভারত মাতা তুমি জাগো
জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
কত সইবো মায়ার এমন অনাচার
কত রক্তে রক্তে রাঙা হবে চারিধার।
আ আ আ আ আ আ
কত সইবো মায়ার এমন অনাচার
কত রক্তে রক্তে রাঙা হবে চারিধার।
তুমি নিজের হাতে অস্ত্র ধর
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
জাগো ভারত মাতা তুমি জাগো
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
[কত কেড়ে নেবে,মায়ের মুখের হাসি
কত কাঁদবে বলো মোদের ভারতবাসী]-২
তুমি মা আজ হও আগুয়ান,
পাপী নিজের হাতে তুমি করো বলিদান।
আ আ আ আ আ আ
তুমি মা আজ হও আগুয়ান,
পাপী নিজের হাতে তুমি করো বলিদান।
ওদের হিংসা বিভেদ দূর করো,
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
বন্দে মাতরম্ (মাতরম্,মাতরম্)
বন্দে মাতরম্,বন্দে মাতরম্
বন্দে মাতরম্ (মাতরম্,মাতরম্)
[শোনরে মূর্খ যত কুচক্রী প্রতিবেশী
মোরা নয়তো কভু অনাথ ভারতবাসী]-২
যদি সাহস থাকে তবে সামনেতে আয়
কেন লুকিয়ে লুকিয়ে হানা দিস আঙ্গিনায়।
আ আ আ আ আ আ
যদি সাহস থাকে তবে সামনেতে আয়
কেন লুকিয়ে লুকিয়ে হানা দিস আঙ্গিনায়।
মোরা বোঝাবো কতটা হিংস্র !
জাগো ভারত মাতা।
জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)
জাগো ভারত মাতা।
[মোদের রক্তে তোরা রাঙালি ভারত মাকে
কেমনে থাকবি সুখে মোদের প্রতিঘাতে !]-২
মোরা ভারত মায়ের সন্তান,
কভু হারতে শিখিনি শোন্ শয়তান।
আ আ আ আ আ আ
মোরা ভারত মায়ের সন্তান,
কভু হারতে শিখিনি শোন্ শয়তান।
মোরা হয়তো মারবো নয় মরবো।
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
জাগো ভারত মাতা তুমি জাগো
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
কত সইবো মায়ার এমন অনাচার
কত রক্তে রক্তে রাঙা হবে চারিধার।
আ আ আ আ আ আ
কত সইবো মায়ার এমন অনাচার
কত রক্তে রক্তে রাঙা হবে চারিধার।
তুমি নিজের হাতে অস্ত্র ধর
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-২
জাগো ভারত মাতা তুমি জাগো
[জাগো ভারত মাতা (জাগো ভারত মাতা)]-৩
জাগো ভারত মাতা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *