চোখ বুজিলেই দুনিয়া আন্ধার | Chokh Bujhilei Dunia Andhar | সৈয়দ আব্দুল হাদী

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার Chokh Bujhilei Dunia Andhar ছায়াছবি: প্রাণ সজনী (১৯৮৩) গীতিকার: মনিরুজ্জামান মনির সুরকার: আলম খান কণ্ঠ: সৈয়দ আব্দুল হাদী
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার,
হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
[কিসের বাড়ি,কিসের ঘর?]-২
কিসের সংসার?
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার।
[ছয়টি রিপুর কুমন্ত্রণায়
মত্ত রইলাম ভবের মায়ায়]-২
করলাম শুধু লাভেরই কারবার!
মন রে,করলাম শুধু লাভেরই কারবার
[আইলে ভবে যাইতে হবে]-২
ভাবলাম না একবার
চোখ বুজিলেই চোখ বুজিলেই
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
হায়রে চোখ বুজিলেই দুনিয়া আন্ধার।
[গড়লো দেহ যে কারিগর,
রাখলাম না তার কোনো খবর]-২
হেলায় খেলায় দিন গেল আমার!
মন রে,হেলায় খেলায় দিন গেল আমার
[শেষ বিচারের আদালতে]-২
কেমনে পাবো পার?
চোখ বুজিলেই চোখ বুজিলেই
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার,
হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার
[কিসের বাড়ি,কিসের ঘর?]-২
কিসের সংসার?
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার,
[হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *