খোদা রয় আদমে মিশে
Khoda Roy Adome Mishe
কার জন্যে মন হলি হত
সে খোদা আদমে আছে।
খোদা রয় আদমে মিশে।।
নাম দিয়ে সাঁই কোথায় লুকালে,
মুর্শিদ ধরে সাধন করলে, নিকটে মেলে।
ওরে আত্মারূপে কর্তা হলো
কর তার দিশে।।
আল্লাহ্, আদম আর মুহাম্মদ,
এই তিন জনায় নাই ভেদাভেদ, এক আত্মায় মিশে।
দেখবি যদি হযরত নবী
এশকেতে আছে।।
যার হয়েছে ভবে মহাজ্ঞ্যান,
সেই দেখবে সে নূরতাজুল্লাহ, অন্যে দেখবে ক্যান।
ফকির লালন বলে জ্ঞ্যানী যারা
দেখবে অনাসে।।