কোমরের বিছা করমু লিরিক্স
কোমরের বিছা করমু লিরিক্স
Komorer Bicha Kormu Lyrics
কোমরের বিছা করমু
কানের দুলেতে রাখমু
গাথিয়া মালা তোরে
গলাতে পরমু
তোরে মনের রাজা বানামু
ওরে শ্যাম আদরে আদরে রাখিমু
ছেলে: তোরে মনের রানী বানামু
ও ওরে আদরে আদরে রাখিমু!
মেয়ে : সোনা দানা টাকা কড়ি
চাই না রে তোর বাড়ি গাড়ি
ও শ্যাম সোনা দানা টাকা কড়ি
চাইনা রে তোর বাড়ি গাড়ি
ছেলে: সব কিছু ছাইড়া রে তোর
মনটা রে লইমু
আমি সব কিছু ছাইড়া রে তোর মনটা রে লইমু
তোরে মনের রাণী বানামু
ও ওরে আদরে আদরে রাখিমু
মেয়ে: তোরে মনের রাজা বানামু ওরে শ্যাম
আদরে আদরে রাখিমু !!
ছেলে: তোরে খুব ভালো বাসি
নিজের থেকেও আরো বেশি
তোরে খুব ভালো বাসি
নিজের থেকেও আরো বেশি।।
মেয়ে : মাথার তাজ কইরা আমি তোরে যে রাখমু
ওরে মাথার তাজ কইরা আমি তোরে যে রাখমু
তোরে মনের রাজা বানামু
ওরে শ্যাম আদরে আদরে রাখিমু
ছেলে: তোরে মনের রানী বানামু
ও ওরে আদরে আদরে রাখিমু!
Komorer Bicha Kormu Lyrics
Song: কোমরের বিছা করমু
Singer : Shilpi Biswas & Sojib Shan
Lyric : Alex Abdus Salam
Tune: Alex Abdus Salam
Music & Mixing : An Farhad
Lebel: Bangla music 007
1 thought on “কোমরের বিছা করমু লিরিক্স | Komorer Bicha Kormu Lyrics”