কোন রূপে কর দয়া এই ভূবনে
Kon Rupe Koro Doya Ei Bhubone
ফকির লালন সাঁই
কোন রূপে কর দয়া এই ভূবনে ।
অনন্তর অপার মহিমা তোমার কে জানে ।।
তুমি রাধা তুমি কৃষ্ট
মন্ত্রদাতা পরম ইষ্ট
মন্ত্র দাও কানে
মন্ত্র দিতে সঁপে দিলে
সাধু গুরু বৈষ্ণব গোঁসাইর চরণে ।।
তীর্থ ধর্ম গয়া কাশী
বালাকুঞ্জু বানারসী
মথুরা বিন্দাবনে
তীর্থে যদি গৌর পেতে
ভজন সাধন করে জীব কি জন্যে ।।
গুরু মুখে পদ্ম বাক্য
সাধু যারা করে ব্যক্ত
আমি জানিনে
সিরাজ সাঁই কয় অবোধ লালন
শক্তি শান্ত মা হবে কোনদিনে ।।