শিরোনামঃ কলের গাড়ি
Koler Gari
আমি তোমার কলের গাড়ি
Ami Tomar Koler Gari
তোমার ইচ্ছায় চলে গাড়ি
Tomar Icchay Chole Gari
শিল্পীঃ শাহ আব্দুল করিম
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পরে আমার,
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার।।
চলে গাড়ি হাওয়ার ভরে আজব কল গাড়ির ভিতরে,
নিজে থেকে চাকা ঘোরে সামনে বাতি জ্বলে তার,
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার।।
রত্ন মানিক বুঝাই করা প্রহরী সব দেয় পাহাড়া,
বাদী ছয়জন আছে খাড়া সুযোগের করে সংহার ,
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভারর।।
এই গাড়ি কুদরতে চলে চলেনা পেট্রোল পুরাইলে,
বাউল আব্দুল করিম বলে কুদরতের শান বুঝা ভার,
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার।।