কত যুগ যেন দেখিনি তোমারে | Koto Jug Jeno Dekhini Tomare

শিরোনামঃ কত যুগ যেন দেখিনি তোমারে
Koto Jug Jeno Dekhini Tomare
শিল্পীঃ জাহেদা বেগম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
কত যুগ যেন দেখিনি তোমার দেখি নাই কতদিন,
তুমি যে জীবন তোমারে হারায়ে হয়ে ছিনু প্রাণহীন।।
তুমি যেন বায়ু, বায়ু যবে নাহি বয়
আমি ঢুলে পড়ি আয়ু মোর নাহি রয়,
তুমি যেন জল, বাচিতে পারিনা জল বিনা
আমি মীন।।
তুমি জানোনা গো তব আশ্রয় বিনা
আমি কত অসহায়,
তুমি না ধরিলে আমার এ তনু
বাতাসে মিশায়ে যায়।
তাই মোর দেহ লতার প্রায়
তোমারেই শুধু জড়াইতে চায়
তাই এ বিরহী তনু মোর হের
দিনে দিনে হয় হ্মীণ।।
কত যুগ যেন দেখিনি তোমারে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *