ও মানসী তোমার জন্য
O Manoshi Tomar Jonno
ছায়াছবি: শক্তি (২০০৪)
কথা: প্রিয় চট্টোপাধ্যায়
সুর ও সংগীত: চকরী
কণ্ঠ: বাবুল সুপ্রিয়
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ আ আ আ
ও মানসী তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি
কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি
ও মানসী তোমার জন্য আমি পাগল হয়েছি
দেবদাস হয়ে প্রেমের নেশায় মজেছি
[(হুঁ) কাজে মন বসে না রাতে ঘুম আসে না]-২
তোমাকে যে সত্যি সত্যি ভালবেসেছি
ও মানসী তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি
কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি
[(হুঁ) কাজে মন বসে না রাতে ঘুম আসে না]-২
তোমাকে যে সত্যি সত্যি ভালবেসেছি
ও মানসী তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি
কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি।
(হেই আই হে আইয়া,
হেই আই হে আইয়া,
হেই আই হে আইয়া,
হেই আই হে আইয়া,হুঁ হুঁ হুঁ হুঁ)
নেশা নেশা দুটি চোখে ইশারা যে বলে কথা
সে কথা কিছু বুঝি কিছু আমি বুঝিনা।
হুঁ যখনই সূর্য ওঠে যখনই জাগে তারা
আমি শুধু তুমি ছাড়া কাউকে যে খুঁজি না
এ সবই তোমারই মায়া
এ মন যে তোমারই ছায়া
ভালোবাসি ভালোবাসি
তাই স্বপ্নে তোমার কাছে আসি
মানসী ও মানসী ও মানসী
ও মানসী তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি
কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি
ও মানসী তোমার জন্য আমি পাগল হয়েছি
দেবদাস হয়ে প্রেমের নেশায় মজেছি।
(আইয়া,আই,আই,আই,আই,আইয়া
আইয়া,আই,আই,আই,আই,আইয়া)
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ আ আ আ
রূপসী অনেক আছে প্রেয়সী হবার মতো
জানি যে তোমার মতো সাথী কেউ হবে না,
হুঁ এ মনের ভালোবাসা শুধু যে তোমায় জানে
আমার এ জীবন গানে সুর কি মেলাবে না?
সুর মেলাও আমারই সুরে
আর থেকো না দূরে সরে
কাছে এসে ভালোবেসে
বলো তোমায় আমি ভালোবাসি
মানসী ও মানসী ও মানসী
ও মানসী তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি
কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি।
ও মানসী তোমার জন্য আমি পাগল হয়েছি
দেবদাস হয়ে প্রেমের নেশায় মজেছি।
হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ