Ekhono Sei Brindabone Lyrics | এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে

Ekhono Sei Brindabone Lyrics
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে
Ekhono Sei Brindabone Bashi Bajere
কীর্তন গান

ভবাপাগলার গান

কন্ঠ-কার্ত্তিক দাস বাউল

Ekhono Sei Brindabone Lyrics

কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখা সনে কোলাকুলি
সখা সনে কোলাকুলি রাখাল রাজে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
আজও সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
আজও সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনায়
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে

আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা রয় বাঁধনে
ভবা পাগলা রয় বাঁধনে মায়ার মাঝে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

ও কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে

এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনো সেই বৃন্দাবনে

এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে

এখনও সেই বৃন্দাবনে
বাঁশি বাজেরে
কালার বাঁশি শুনে
বনে বনে ময়ূর নাচেরে।
এখনও সেই রাধারানী
বাঁশির সুরে পাগলিনী
অষ্টসখী শিরমনি
নবসাজেরে।
এখনও সেই গাভীগুলি
গোচরণে ছড়ায় ধূলি
সখার সনে কোলাকুলি
রাখাল রাজেরে
এখনও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনা
কদমতলে সেই ছলনায়
কৃষ্ণ আসেরে।
এখনও সেই ব্রজবালা
বাঁশি শুনে হয় উতলা
গাঁথে বন ফুলের মালা
বনমাঝেরে।
আশা ছিল মনে মনে
যাবো আমি বৃন্দাবনে
ভবাপাগলা রয় বাঁধনে
মায়ার বাঁধনে।।

 

এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে (সংক্ষেপিত)

Song: Ekhono Shei Brindabane
Vocal : Arya Ghatak
Bnashi : Boga Taleb
Khol & Ghungur : Sayantan Ghosh
Recordist : Sayantan Ghosh, STUDIO SHOR
Mix & Master : Sayantan Ghosh

এখনও সেই বৃন্দাবনে
বাঁশি বাজেরে
কালার বাঁশি শুনে
বনে বনে ময়ূর নাচেরে।

এখনও সেই রাধারানী
বাঁশির সুরে পাগলিনী
অষ্টসখী শিরমনি
নবসাজেরে।

এখনও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনা
কদমতলে সেই ছলনায়
কৃষ্ণ আসেরে।

আশা ছিল মনে মনে
যাবো আমি বৃন্দাবনে
ভবাপাগলা রয় বাঁধনে
মায়ার বাঁধনে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *