এক পুরনো মসজিদে গান ধরেছে মুরশিদে | Ek Purono Masjide Gan Dhoreche Murshide | Anupam Roy

এক পুরোন মসজিদে
শিল্পী: নচিকেতা
কথা ও সুর: অনুপম রায়
এক পুরনো মসজিদে, গান ধরেছে মুরশিদে
ওহহ এক পুরনো মসজিদে, গান ধরেছে মুরশিদে
কলের পুতুল কলের গান, জমল শুধু অভিমান
রাজার হল খুব অসুখ, জ্বল্ল বাড়ী ভাঙল বুক
রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পড়বে আজ
এক পুরনো মসজিদে, গান ধরেছে মুরশিদে…
একে একে খসল সবি, হাসল শুধু সিংহাসন
হিংসা বাসলো ভালো, মানবে কেন সে বারণ
এক নিমিষে বন্ধু যাকে ভাবলে তারও রঙবদল
যার হাসিতে পড়লে ধরা, খেলা শেষে সেও নকল
এরই মধ্যে হাটছি দেখ, সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখেয়, ফাকা রাস্তার এই ধূলো
এক পুরনো মসজিদে, গান ধরেছে মুরশিদে
কলের পুতুল কলের গান, জমল শুধু অভিমান
রাজার হল খুব অসুখ, জ্বল্ল বাড়ী ভাঙল বুক
(আল্লাহ…আল্লাহ…)
এক হাতে এই জখম ঢেকে, বলছি হেসে শুকরিয়া
অন্য হাতে রাখছি ধরে, যুদ্ধ জেতার হাতিয়ার
ও…একটা হিসাব মিলল না তাই, রক্তে লেখা একটা নাম
কে খোদাকে পৌছে দেবে, কোন ঠিকানায় লিখবো খাম
এরই মধ্যে হাটছি দেখ, সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখেয়, ফাকা রাস্তার এই ধূলো
এক পুরনো মসজিদে, গান ধরেছে মুরশিদে
কলের পুতুল কলের গান, জমল শুধু অভিমান
রাজার হল খুব অসুখ, জ্বল্ল বাড়ী ভাঙল বুক
রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পড়বে আজ
এক পুরনো মসজিদে, গান ধরেছে মুরশিদে……

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *