এক গোছা লাল গোলাপ – Ek Gocha Lal Golap

 এক গোছা লাল গোলাপ

Ek Gocha Lal Golap
অ্যালবাম: আমার শহর কোলকাতা
গীতিকার: গৌতম সুস্মিত
সুরকার: বাবুল বোস
কণ্ঠ: কুমার শানু
এক গোছা লাল গোলাপ নিয়ে
যখন আমায় তুমি দেখতে এলে,
বললে কেমন আছো ভালো আছো তো?
তোমার মুখের পানে চেয়ে রইলাম,
মনে মনে অনেক কথা বললাম,
[তুমি শুনতে পেলে না]-৩
ও এক গোছা লাল গোলাপ নিয়ে
যখন আমায় তুমি দেখতে এলে।
[রোজই বসে থাকি আশায় আশায়,
আসবে আবার কবে দেখতে আমায়(ও)]-২
কত লোকই তো আসে যায় শুধু তুমি আসো না,
তবে কি আমায় একটুও ভালোবাস না,
সেটা বলেও গেলে না,তুমি শুনতে পেলে না
ও এক গোছা লাল গোলাপ নিয়ে
যখন আমায় তুমি দেখতে এলে।
[পড়তে পার নাকি চোখের ভাষা,
লেখা আছে কতখানি ভালোবাসা]-২
সময় থাকে না থেমে,যায় যে বয়ে
ফিরে আসে না তো আর,
তাই তো তোমায় মনে মনে
ডাকছি আবার তবু ফিরেও এলে না
তুমি শুনতে পেলে না
ও এক গোছা লাল গোলাপ নিয়ে
যখন আমায় তুমি দেখতে এলে
বললে কেমন আছো ভালো আছো তো?
তোমার মুখের পানে চেয়ে রইলাম,
মনে মনে অনেক কথা বললাম
[তুমি শুনতে পেলে না]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *