আমি যে এক সখের বাউল
Ami Je Ek Sokher Baul
শিল্পী-সনজিৎ মন্ডল
[আমি যে এক সখের বাউল
বাউল আমায় বলোনা
মিছেই পড়ি গেরুয়া সাজ
মন তো বাউল হলো না।।]-2
[আমি/গ্রামে গঞ্জে গান গেয়ে যাই
হাত তালি পাই পয়সা কুড়াই
ফকির ভেবে খাতির করে দশ জনা]-2
হায় গো ফকির ভেবে খাতির করে দশ জনা
আমি ধন ভিখারী মান ভিখারী
অভাব আমার গেলোনা
মিছেই পড়ি গেরুয়া সাজ
মন তো বাউল হলো না।।
[আমি/ডাইনে বাঁয়ে বৈষ্ণবী চাই
দেহের মায়ায় শুধুই জড়াই
সাধন পথের শ্লোক সন্ধান জানিনা]-২
হায় গো সাধন পথের শ্লোক সন্ধান জানিনা
আমি হরি নামের ফেরিওয়ালা
হরি তোমায় চিনিনা
মিছেই পড়ি গেরুয়া সাজ
মন তো বাউল হলোনা।।
আমি যে এক শখের বাউল
বাউল আমায় বলোনা।