আমি যাহা বুঝি না গো’ তুমি বুঝাইবায়নি | Ami Jaha Bujhi Na Go Tumi Bujhaibayni | Baul Song

আমি যাহা বুঝি না গো’ তুমি বুঝাইবায়নি
Ami Jaha Bujhi Na Go Tumi Bujhaibayni Singer : Ikram Uddin Lyrics & Tune : Kari Amir Uddin শিল্পীঃ বাউল ইকরাম উদ্দিন কথা ও সুরঃ কারী আমির উদ্দিন
আমি যাহা বুঝিনা গো’ তুমি বুঝাইবায়নি
তোমার গান গাইতে দিবায়নি –
আমার এই ফরিয়াদ তোমার চরণে রাখবায়নি..
দয়াল গো ….
ভাষা জ্ঞান নাইযে আমার, নিবেদন শুনবায়নি
দূর করিয়া দ্বিলের আঁধার, দীদার দেখাইবায়নি..
তোমার গান গাইতে দিবায়নি.
আমার এই ফরিয়াদ তোমার চরণে রাখবায়নি..
দয়াল গো ….
যে সুরে নেয় তোমার পানে, সেই সুর জাগাইবায়নি
(আমার) বাক শক্তিতে নিজে বসে, বাক্য জুগাইবায়নি..
তোমার গান গাইতে দিবায়নি.
আমার এই ফরিয়াদ তোমার চরণে রাখবায়নি..
দয়াল গো ….
দয়া করি আমীর উদ্দিনের, হৃদয়ে আইবায়নি
(আমার এই) দেহ যন্ত্র তোমার হাতে, তুমি সাজাইবায়নি..
তোমার গান গাইতে দিবায়নি.
আমার এই ফরিয়াদ তোমার চরণে রাখবায়নি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *