আমি বলবো কি শুনবে কে | এই দুনিয়া মায়ার জালে বান্ধা
Ami Bolbo Ki Sunbe Ke | Ei Duniya Maya Jale Bandha
কথা ও সুর : রসিদ উদ্দিন
আমি বলবো কি শুনবে কে
আমি বলবো কি শুনবে কে বুঝবে কিরে ধুন্ধা
এই দুনিয়া মায়ার জালে বান্ধা
বহুরূপি রং বাজারে মন থাকেনা মনের ঘরে
রূপ দেখাইয়া প্রানে মারে লাগাইয়া ধান্দা
আগেছার মায়াপুরি দেবে যোদি ভব পারি
চেয়ে দেখ মন বেপারি বেলা নাইরে সন্ধ্যা..
চেতন গুরুর সঙ্গধর মরার আগে একবার মর
নিজের কাজ নিজে কর করুক লোকে নিন্দা
আগেপারের রাস্তা খোজ দিন থাকিতে গুরুভজ
সময় থাকতে পাগল সাজ চোখ থাকতে হও আন্ধা
যে করেছে মায়াসাধন সে পেয়েছে পুরুষ রতন
রসিদ উদ্দিন বলেরে মন মরন নাই সে জিন্দা