আমি ফুলকে যেদিন ধরে বেঁধে
Ami Fulke Jedin Dhore Bendhe
কথা ও সুর: জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।
আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।
[মুক্তো ছিল ঝিনুকে,আমি হাতে তুলে নিয়েছি]-২
বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি
এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয়,শূন্য ঝিনুক ছিন্ন হৃদয়
এ কী আলো ধরেছি!
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।
[মিথ্যে ফাগুন সাজিয়ে আমি
কোকিল বঁধুকে কাছে ডাকি,
তাই নিজের চোখে জল এনে
সে আমায় দিয়েছে ফাঁকি]-২
[নাগেরই মাথায় যে মণি মানায় তাকে ছিঁড়ে এনেছি]-২
মণি যে সবার সাজে না,মণিকে ম্লান দেখে জেনেছি
এখন অন্ধ নাগের বিষে বিষে,অন্ধ নাগের বিষে বিষে
দেহ মন-প্রাণ ভরেছি।
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।
আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি।