আমার বাদল দিন আমারে যে একা রেখে যায় (১৯৬৯)
Amar Badal Din Amare Je eka rekhe jai
কথা: ভবেশ গুপ্ত
সুর: রবীন্দ্র জৈন
শিল্পী: শিপ্রা বসু
ও ও ও ও ও ও
[আমার বাদল দিন
আমারে যে একা রেখে যায়]-২
হারানো মুখের এক
সকরুণ ছবি এঁকে যায়
আমারে যে একা রেখে যায়।
[ভালোতো লাগেনা এই,ঘরে বসে থাকা
একটানা বৃষ্টির সুর ধরে রাখা]-২
সে গান কোথায় পাবো
যে গান হারিয়ে গেলে সুর থেকে যায়
আমারে যে একা রেখে যায়।
[হারালে অনেককিছু হয়ত মেলে
মেলেনা তো সময় শুধু যায় যে চলে]-২
পথঘাট নদী-মাঠ সবই জলে ঢাকা
শুধু ধূ-ধূ অন্তরে,কাঁদিছে বিশাখা
ও ও ও ও ও ও
সেই আলো কোথায় পাবো
যে আলো হৃদয় থেকে,ডেকে ডেকে যায়
আমারে যে একা রেখে যায়
আমার বাদল দিন
আমারে যে একা রেখে যায়
হারানো মুখের এক
সকরুণ ছবি এঁকে যায়
আমারে যে একা রেখে যায়।