আমার পূজার ফুল
Amar Pujar Phool
তাল: কাহারবা (৮ মাত্রা)
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: কিশোর কুমার
[আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে,
তুমি যেন ভুল বুঝনা]-২
মালা গেঁথে রেখেছি পরাব তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলনা।
[যে কথা যায়না বলা শুধু বোঝা যায়,
মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায়]-২
সে রঙিন আলোর দীপ কোনদিনও নিভে যাবেনা।
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝনা।
[জানিনা কেমন করে কি দেবো তোমায়,
মন ছাড়া আর কিছু নেইতো আমার]-২
সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাব অাঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনোদিন মুছে যাবেনা।
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝনা।
মালা গেঁথে রেখেছি পরাব তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলনা।
…………………………………………………………………………
[Amar pujar phool bhalobasha hoye geche
tumi jeno bhul bujhona]-2
mala gethe rekhechi porabo tomay
tumi jeno chire felona.
[Je kotha jay na bola shudhu bojha jaay,
moner gobhire shudhu alo hoye roye jaay]-2
se rongin alor deep konodino nibhe jabena
Amar pujar phool bhalobasha hoye geche
tumi jeno bhul bujhona.
[Janina kemon kore ki debo tomay,
mon chara aar kichu neito amar]-2
sukher shaon jodi megh niye ase
bhije jabo angone tomar boroshay bose
bijolir agunete lekha naam
konodino muche jabena
Amar pujar phool bhalobasha hoye geche
tumi jeno bhul bujhona
mala gethe rekhechi porabo tomay
tumi jeno chire felona.