আমারে ফ্রড করে প্রাণকৃষ্ণ কোথায় গেলি
Amare Fraud Kore Pran Krishna Kothay Geli
আমারে ফ্রড করে প্রান কৃষ্ণ কোথায় গেলি – কবি রূপচাঁদ পক্ষীর গান – অদিতি মুন্সি
( amare fraud kore pran krishna kothay geli – rupchand bird’s song – aditi munshi )
আমারে ফ্রড করে প্রাণকৃষ্ণ কোথায় গেলি
আমারে ফ্রড করে
আই য়্যাম ফর ইউ ভেরি স্যরি,
আমার গোল্ডেন বডি হলো কালি।।
মাই ডিয়ার ডিয়রেস্ট, মধুপুরে গেলে কেষ্ট,
বল এখন হাউ ডু রেস্ট,
শোন ডিয়ার বনমালী।।
আমারে ফ্রড করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি।।
লম্পট শঠের কপাল খুললো, মথুরাতে কিং হলো,
আংকেল কংশের প্রাণ নাশিল,
কুবুজার কুঁজ, পেলে ডালি।।
আমারে ফ্রড করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি।।
শ্রীনন্দের বয় ইয়ংল্যাড, রেডি কুরুকেড মাইণ্ড হার্ড,
কহে আর. সি. ডি. বার্ড
রূপচাঁদেরই নাম হলো
হাফ্ ইংলিশ হাফ্ বেঙ্গলি।।
আমারে ফ্রড করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি।।
রূপান্তর
আমারে ফ্রড করে
প্রাণ কৃষ্ণ কোথায় গেলি |
আই য়্যাম ফর ইউ ভেরি স্যরি,
গোলডন বডি হল কালি ||
হো মাই ডিয়র ডিয়রেস্ট, মধুপুর তুই গেলি কৃষ্ণ,
ও মাই ডিয়র হাউ টু রেস্ট,
হিয়ার ডিয়র বনমালী |
লম্পট শঠের ফরচুন খুললো,
মথুরাতে কিং হল, আংকেলের প্রাণ নাশিল,
কুবুজার কুঁজ, পেলে ডালি |
(নিলে দাসীরে মহিষী বলি)
শ্রীনন্দের বয় ইয়ংল্যাড, কুরুকেড মাইণ্ড হার্ড,
রহে আর, সি, সি, বার্ড, এ
পেলাকার্ড্ কৃষ্ণকেলি ||
(হাফ্ ইংলিশ হাফ্ বাঙালি) ||
Amare Fraud Kore Pran Krishna Kothay Geli
2 thoughts on “আমারে ফ্রড করে প্রাণকৃষ্ণ কোথায় গেলি | Amare Fraud Kore Pran Krishna Kothay Geli | Aditi Munshi”