অল্প অল্প করে তুমি এ হৃদয়ে লিরিক্স | Alpo Alpo Kore Tumi E Ridoye Lyrics

শিরোনামঃ অল্প অল্প করে তুমি এ হৃদয়ে
শিল্পীঃ রাকিব মোসাব্বির ও ফারাবি
অল্প অল্প করে তুমি এ হৃদয়ে
ভালোবেসে প্রেম জাগালে,
তাই তো আমি তোমায় পাগলের মত
ভালোবাসি যে তোমারে।।
সারা জনম তোমার সাথে করতে চাই বসবাস,
তুমি আমার প্রাণ প্রিয় তুমি আমার নিঃস্বা,
তাই তো আমি তোমায় পাগলের মত
ভালোবাসি যে তোমারে।।
মনের ঘরে রাকবো পুষে তোমায় সাজিয়ে,
ভালোবেসে জড়াবো তোমায় গবির অনুরাগে,
তাই তো আমি তোমায় পাগলের মত
ভালোবাসি যে তোমারে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *