অনাথের নাথ তুমি রে বন্ধু তুমি শেষ ভরসা | Anather Nath Tumi Re Bondhu Tumi Sesh Bhorosha

অনাথের নাথ তুমি রে বন্ধু তুমি শেষ ভরসা
Anather Nath Tumi Re Bondhu Tumi Sesh Bhorosha
কথাঃ ফকীর আতিকুর রহমান চিশতি
অনাথের নাথ তুমি রে
বন্ধু তুমি শেষ ভরসা।
তুমি বিনে আর কেহ নাই
তুমি বাঁচার আশা।।
কোটি তারায় হয়না
আলো চন্দ্র না থাকিলে-
তুমি আমার নয়নের চাঁদ
তুমি বল ভরসা।।
তুমি আমার তিরিশ পারা
রূপ রস গন্ধে ভরা –
স্বর্গ নরক চাইনা
আমি তোমাতে সব মেশা।।
কুমার চাকে মাটির হাড়ি
পোড়ায় হয় যে পাকা।
তুমি আমার তেমনি বান্ধব
তোমার পোড়া খাসা।।
আতর গোলাপ চন্দন
সুবাস তোমরা না দিও আমারে
আতিকের সাধ প্রান বন্ধু দিবে ভালবাসা
অনাথের নাথ তুমি রে  বন্ধু তুমি শেষ ভরসা | Anather Nath Tumi Re Bondhu Tumi Sesh Bhorosha

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *