যদি ভুল হয়ে যায় | উসে হঁসনা ভী হোগা | Usay Hasna Bhi Hoga | उसे हँसना भी होगा

যদি ভুল হয়ে যায়
উসে হঁসনা ভী হোগা
Usay Hasna Bhi Hoga
उसे हँसना भी होगा
Movie: Har Dil Jo Pyaar Karega
Lyricist: Sameer
Music Director: Anu Malik
Singers: Udit Narayan,Alka Yagnik
কণ্ঠ: মধুশ্রী,সুদেশ ভোঁসলে

 

যদি ভুল হয়ে যায়


ও ও ও ও ও ও
[যদি ভুল হয়ে যায়
ক্ষমা কর গো আমায়
শত দুঃখ পেলেও
দোষ দেবোনা তোমায়
ব্যথারই কলমে বলে
যাবো বারেবার,
ছিলে তুমি আমার
ছিলে তুমি আমার
ওগো তুমি আমার]-২
আ আ আ আ আ আ
ও ও ও
যে চোখেতে এতো স্বপ্ন ছিল
সেই চোখেতে জল গড়িয়ে এলো
এইভাবে ক’দিন মনটা তোমায়
জানিনা কিনা ভুলটা পেলো !
জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে
কি হবে বলো মিছে দোষটি দিয়ে
বেশতো ছিলাম ভালো একা একা
কেন হলো দেখা ?
কেন হলো দেখা ?
কেন হলো দেখা ?
ও ও ও
যে মনেতে ছিল এতো আশা
সেই মনেতে আজ নেই তো ভাষা
তোমার বাহুডোরে নিজেকে সঁপে
ভেবেছিল মন বাঁধবে বাসা
এলো বৈশাখী ঝড়
ভেঙে গেলো বাঁধা ঘর
ছিলে যতটা আপন
হলে ততটাই পর
যদি কখনো ফিরে
আস আবার
খুলে দেব দুয়ার
ছিলে তুমি আমার
ওগো তুমি আমার।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *