ঠিকানহীন শহর রিরিক্স | Thikanahin shohor Lyrics | Tarishi Mukherjee | Rishi Panda

ঠিকানহীন শহর রিরিক্স
Thikanahin shohor Lyrics 
Singers – Tarishi Mukherjee , Rishi Panda
Music , Master – Rishi Panda
Lyrics – Shreyam Acharya

বুকের শেকল আগলে আছে 

পাথর রঙের ফুল 

আগুন ছুঁয়ে তরল হলো 

প্রেমে পড়ার ভুল

কষ্ট পাওয়ার শব্দ কি কান 

পাতলে শোনা যায় 

শুকিয়ে গেছে ভেজা বালিশ

তোমার অপেক্ষায় 

তাই আদর মাখা চাদর 

নরম মাটির শেষে 

ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে

কোনো ঠিকানাহীন শহর 

নাম না জানা দেশে  

পুড়িয়ে দিও আমায় ভালোবেসে  

পুড়েছি আমিও আগুনের তলায়  

ফিরে যাওয়ার রাস্তা খোঁজে না মন 

অজানা মোড়ে বাঁক এলো যে গল্প বলায়  

ইতির আগেই ফুরোয় তার জীবন 

সুখ যদি সুখী হতে চায় 

সমুদ্দুর মেলে না কিনারায় 

গুনে যায় দিন তারার মতন 

মরচে ধরা বুকের শেকল

রাত্রে ফোটা ফুল 

গন্ধ হারাক তোমার মতই 

প্রেমে পড়ার ভুল

ভাঙা আয়নাতে কি মুখ চাইলে দেখা যায় 

তোমার আমার থেকে ভীষণ সময় নিরুপায় 

তাই আদর মাখা চাদর 

নরম মাটির শেষে 

ঘুম পাড়িয়ো আমায় ভালোবেসে

কোনো ঠিকানাহীন শহর 

নাম না জানা দেশে 

পুড়িয়ে দিও আমায় ভালোবেসে 

Check Also

Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics | Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics Ami Surer Piyashi Lyrics আমি সুরের পিয়াসীAmi Surer Piyashiকথা: রতন সাহাসুর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *