আমার স্বপ্ন তুমি Lyrics | Amar Swapno Tumi Lyrics | আনন্দ আশ্রম

আমার স্বপ্ন তুমি Lyrics
Amar Swapno Tumi Lyrics
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
ছায়াছবি: আনন্দ আশ্রম (১৯৭৭)
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: শ্যামল মিত্র
শিল্পী: কিশোর কুমার,আশা ভোঁসলে

আমার স্বপ্ন তুমি Lyrics

[আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী]-২
তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী।
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি
স্নিগ্ধ মেঘের মায়া।
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী
বলো আমার চেয়ে।
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি
স্নিগ্ধ মেঘের মায়া।
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী
বলো আমার চেয়ে।
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও
ঝড়ের মুখে বাতি।
ওগো চিরদিনের সাথী।
[তুমি ছেড়োনা হাত পথে
যদি আঁধার আসেই নেমে
গ্রহণ যত করো আমায়
ততই বাঁধো প্রেমে]-২
পাশেই আমার থাকো
জীবনটাকে শান্তি দিয়ে
সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ সুখের
প্রেমের মালা গাঁথি।
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
উ উ উ উ উ উ উ

Amar Swapno Tumi Lyrics

Amar sopna tumi ogo chiro diner sathi
Amar sopno tumi ogo chirodiner shathi
Tumi shurjo otha bhor amar aar taray bhora raati
Amar sopno tumi ogo chiro diner sathi

Ami tomar chaya
Tomar akash nile ami snigdho megher maya
Tomay kache peye Prithibi-te ke aar shukhi
bolo amar cheye Tomay kache peye
Hater aaral diye bachao jhorer mukhe baati
Tumi chero-na haat pothe jodi andhar ashei neme
Grohon joto koro amay totoi bandho preme
Pashe-i amar thako Jibon take shanti diye
shobuj kore rakho pashe-i amar thako
Tomar pujar dukkho shukher
premer mala gathi.

Check Also

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & Sukruti Airi

बस तेरा Lyrics | BAS TERA Lyrics | বস তেরা Lyrics – Rito Riba & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *