ভালোবেসে ভুল করেছি
Valobeshe Vul Korechi
কথা: গালিব হাসান
সুর ও শিল্পী: বাপ্পা মজুমদার
ভালোবেসে ভুল করেছি
[ভালোবেসে ভুল করেছি
আমার তো ভুল হতেই পারে
কষ্ট যা হোক,
ভালোবাসায় হৃদয় আকুল হতেই পারে]-২
[তুমি না হয় অনায়াসে
ভুলছো আমায় আয়েশ করে]-২
[ভাবছো আমায় ভোলাই ভালো]-২
ভুলের মাশুল হতেই পারে।
ভালোবেসে ভুল করেছি
আমার তো ভুল হতেই পারে
কষ্ট যা হোক,
ভালোবাসায় হৃদয় আকুল হতেই পারে
[এক জীবনের সমস্ত প্রেম
উজাড় করা মালা গাঁথা]-২
[সে উপহার তোমার কাছে]-২
শুকনো বকুল হতেই পারে।
[তুমি না হয় অনায়াসে
ভুলছো আমায় আয়েশ করে]-২
[ভাবছো আমায় ভোলাই ভালো]-২
ভুলের মাশুল হতেই পারে।
[ভালোবাসার দৃষ্টি তো হয়
হাজার রঙের দিন কিবা রাত]-২
[তোমার কাছে গোধূলীময়]-২
আকাশ রাতুল হতেই পারে
[তুমি না হয় অনায়াসে
ভুলছো আমায় আয়েশ করে]-২
[ভাবছো আমায় ভোলাই ভালো]-২
ভুলের মাশুল হতেই পারে।
ভালোবেসে ভুল করেছি
আমার তো ভুল হতেই পারে
কষ্ট যা হোক,
ভালোবাসায় হৃদয় আকুল হতেই পারে