উমা গো যদি দয়া কোরে Lyrics | Uma Go Jodi Doya Kore Lyrics

উমা গো যদি দয়া কোরে Lyrics

Uma Go Jodi Doya Kore Lyrics

উমা গো যদি দয়া কোরে হিমপুরে এলি
আগমনী গান
দুর্গা পূজার গান

উদয়চাঁদ বৈরাগী

 

Table of Contents

উমা গো যদি দয়া কোরে Lyrics




উমা গো যদি দয়া কোরে হিমপুরে এলি,
আয় মা করি কোলে।
বর্ষাবধি হারায়ে তোরে, শোকের পাষাণ বক্ষে ধোরে,
আছি শূন্য ঘরে।
কেবল মরি নাই – মা বেঁচে আছি,
দুর্গা দুর্গা নাম কোরে॥
একবার আয় মা বক্ষে ধরি, পুত্রশোক নিবারি,
চাঁদমুখে শঙ্করী, ডাক ‘মা’ বোলে।
শোকের অনল ছিল প্রবল, এসে নিভালে।
আমি অচলা নারী, অচলের নারী,
যেতে নারি কৈলাসপুরে আনতে তোমারে।
আমার বন্ধু-বান্ধব নাই, কারে আর পাঠাই,
এলে, – দেখলাম মা তোমারে!
তুমি আসবে বোলে সজীব বিল্বমূলে কল্লেম বোধন,
তার সুফল আজ ফল্লো কপালে॥


Uma Go Jodi Doya Kore Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *