UMA ELO BAPER BARI Lyrics
উমা এলো বাপের বাড়ি Lyrics
SHATABDI ROY MAJUMDER
শতাব্দী রায় মজুমদার
KIRAN CHANDRA ROY
শব্দ গ্রহণ ও রূপায়ণ- তরুণ দাস (স্টুডিও -ভায়োলিনা)
কন্ঠ- শতাব্দী রায় মজুমদার
কথা ও সুর- কিরণ চন্দ্র রায়
সঙ্গীত নির্দেশনা- প্রেমাংশু দাস
বাংলা ঢোল, ঢাক ও অন্যান্য তালযন্ত্র- অরুনাভ গুপ্ত
দোতারা ও একতারা- প্রেমাংশু দাস
বাঁশি- স্বরূপ মুখার্জি
হারমোনিয়াম- বাপ্পাদিত্য চক্রবর্তী
ক্ল্যারিনেট- পালান সরকার
আগমনী গান
দুর্গা পূজার গান
উমা এলো বাপের বাড়ি Lyrics
ও তোরা শোনগো নর নারী
তোরা শোনগো নর নারী
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
তোরা শোনগো নর নারী
তোরা শোনগো নর নারী
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
তোরা শাখ বাজা আর ঢাক বাজা
শাখ বাজা আর ঢাক বাজা
উলু দে তাড়াতাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
বুঝি আমার প্রাণের উমার চিত্তেতে নাই সুখ
কতদিন গত হলো দেখি না তার মুখ
বুঝি আমার প্রাণের উমার চিত্তেতে নাই সুখ
কতদিন গত হলো দেখি না তার মুখ
দেখ চেহারাটা হয়েছে মলিন
চেহারাটা হয়েছে মলিন
পরণে ছেড়া শাড়ী
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
পাগলী মেয়ে উমা আমার মানে না বারণ
ল্যাংটা স্বামীর ঘর করিবে কিসেরই কারণ
পাগলী মেয়ে উমা আমার মানে না বারণ
ল্যাংটা স্বামীর ঘর করিবে কিসেরই কারণ
এবার আমি আর দেব না
এবার কিন্তু আর দেব না প্রাণের উমাকে ছাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
ছাই ভস্ম গায়ে মাখে জামাই পাগলা ব্যাটা
শ্মশানে মশ্মানে থাকে ধুতরা খাওয়ার নেশা
ছাই ভস্ম গায়ে মাখে জামাই পাগলা ব্যাটা
শ্মশানে মশ্মানে থাকে ধুতরা খাওয়ার নেশা
দেখে আমার উমার দশা
দেখে আমার উমার দশা দুঃখ সইতে না পরি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
ও তোরা শোনগো নর নারী
তোরা শোনগো নর নারী
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
তোরা শোনগো নর নারী
তোরা শোনগো নর নারী
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি
1 thought on “UMA ELO BAPER BARI Lyrics | উমা এলো বাপের বাড়ি Lyrics | SHATABDI ROY MAJUMDER||শতাব্দী রায় মজুমদার||KIRAN CHANDRA ROY”