Uma Ashe Notun Saje Lyrics | উমা আসে নতুন সাজে Lyrics | Ankita Bhattacharyya
Uma Ashe Notun Saje | Ankita Bhattacharyya | Mak Mallar
উমা আসে নতুন সাজে
আগমনী গান
দুর্গা পূজার গান
Uma Ashe Notun Saje Lyrics
আশিন মাসে দুগ্গা এলো,
আইলো বাপের বাড়িতে
সোনায় মোড়া অলঙ্কারে
কলকা পাড়ের শাড়িতে
আসে বারে বারে
বছর ঘুরে ঘুরে
উমা আসে নতুন সাজে(*২)
Antara 1:
আর মন লাগে না কাজে
উৎসবেরই মাঝে
নতুন জামার গন্ধ এলো,
শারদীয়ার সাজে
আর মন লাগে না কাজেতে,
উৎসবেরই মাঝেতে
নতুন জামার গন্ধ এলো,
শারদীয়ার সাজেতে
কুমোরটুলির গঙ্গামাটি,
শিউলি ছোঁয়া ভোরেতে
পরাণ পাখি মেললো ডানা
তোমার আসার খুশিতে
আসে বারে বারে
বছর ঘুরে ঘুরে
উমা আসে নতুন সাজে (*২)
Antara 2:
আজ লিলুয়া বাতাসে,
মেঘেদেরই মাসে
রঙিন সাজে মনের পলাশ
আবেগে, আভাসে
আজ লিলুয়া বাতাসে রে,
মেঘেদেরই মাসেতে
রঙিন সাজে মনের পলাশ
আবেগে, আভাসে রে
আগমনীর শঙ্খধ্বনি,
আলপনা অঞ্জলীতে
দশভূজার আরাধনা
মনেরই আটচালাতে
আসে বারে বারে
বছর ঘুরে ঘুরে
উমা আসে নতুন সাজে (*২)