উলু দে দুগ্গা এলো Lyrics | Ulu De Dugga Elo Lyrics | Iman Chakraborty | Puja Song | দুর্গা পুজোর গান

উলু দে দুগ্গা এলো Lyrics

Ulu De Dugga Elo Lyrics

Iman Chakraborty

Puja Song | দুর্গা পুজোর গান

Audio Credits:-

Singer – Iman Chakraborty
Music Director – Som Sumon
Lyrics- Bodhidipta Sil
Featuring – Priyanka Sarkar
Chorus – Renisa, Rajrupa, Som, Sumon, Chaitalee
Flute – Subhamoy Ghosh
Guitar – Tirthankar Sarkar Das
Bass Guitar – Mimo Bhattyacharya
Mandolin & Banjo – Subham kanjilal
Dholak, Khanjira, Punjabi Dhol & Duff – Sankhadeep Chatterjee
World Percussion – Rupam Percussionist & Sourav Saha (Rhythm Of Journey The Team)
Mix & master – Sumon Dey
Recorded @somsumon music lab
Vocal Recorded @ Niyogi’s Place

Table of Contents


Ulu De Dugga Elo Lyrics



(মুখরা)
দেখা হবে সিঁদুর গালে,
ধুনুচি আর ঢাকের তালে,
শাঁখ বাজা মন্ডপেতে আজ।
কৈলাশে শূন্য ভারি ,
মা যে এলো বাপের বাড়ি,
তুলো মেঘে আকাশ তুইও সাজ।
দূরে ওই কাসর বাজে,
কাশ ফুলে শরৎ সাজে,
আজ তোরা রাখ রে যত কাজ।
উলু দে, দুর্গা এলো আজ।
দেখে যা, দুর্গা এলো আজ।

(অন্তরা)
সাজো সাজো রব,
এলো বাঙালির উৎসব,
আকাশে কত রঙের বান।
নতুন শাড়ির ভাঁজ,
খোলনা মনের কোলাজ,
গেয়ে নে আনন্দেরই গান। *২

ভুলে যা ভুলের হিসেব,
চলে আয় চিন্তা কিসের,
তোরা আজ পরান ভরে নাচ।
উলু দে, দুর্গা এলো আজ।
দেখে যা, দূর্গা এল আজ।

(সঞ্চারী)
কেউ নেই যার, আছো তুমি মা,
তুমিই সহায়, বলো আছে কে!
কেউ হারালে পথ আঁধারে,
তুমি ছাড়া ডাকবে মা আর কাছে কে!

এলো পুজোর ভোর,
পাড়া জুড়ে তোরজোর,
মাটিতে প্রাণ এলো আবার।
সবাই মিলে আয়,
মায়ের আঙ্গিনায়,
হয়ে যাক মিশে একাকার।

মণ্ডপে বাদ্দি বাজে,
মা এলো কন্যা সাজে,
দূরে ওই shanker আওয়াজ।
উলু দে, দুর্গা এলো আজ।
দেখে যা, দুর্গা এলো আজ।

 

উলু দে দুগ্গা এলো Lyrics

Dekha hobe sindur gaale,
Dhunuchi aar dhaker taale,
Shankh baja mondopete aaj.
Kailashe shunyo bhari,
Ma je elo baaper bari,
Tulo meghe akash tui-o saaj.
Dure oi kaashor baaje,
Kash fule sharat saje,
Aaj tora rakh re jato kaaj.
Ulu de, Durga elo aaj.
Dekhe ja, Durga elo aaj.

Sajo sajo rob,
Elo Bangalir utsob,
Akashe koto ronger baan.
Natun sharir bhnaj,
Kholna moner kolaj,
Geye ne anander-i gaan. (x2)

Bhule ja bhuler hisheb,
Chale aay chinta kiser,
Tora aaj poran bhore nach.
Ulu de, Durga elo aaj.
Dekhe ja, Durga elo aaj.

Keu nei jaar, acho tumi ma,
Tumi-i sahay, bolo ache ke!
Keu harale poth andhare,
Tumi chara dakbe ma aar kache ke!

Elo pujor bhor,
Para jure torjor,
Matite pran elo abar.
Sobai mile aay,
Maer angenay,
Hoye jak mishe ekakar.

Mondope baddi baje,
Ma elo konnya saje,
Dure oi shanker awaj.
Ulu de, Durga elo aaj.
Dekhe ja, Durga elo aaj.

 

 

গানের মৌলিক তথ্য

  • গানের নাম: উলু দে দুগ্গা এলো

  • শিল্পী: ইমন চক্রবর্তী

  • সঙ্গীত পরিচালক: সোম সুমন

  • গীতিকার: বোধিদীপ্ত শীল

  • সহশিল্পী (করাস): রেনিসা, রাজরূপা, সোম, সুমন, চৈতালী

  • ফিচারিং: প্রিয়াঙ্কা সরকার

 

দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আসে যে সুর, তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি গান হলো “উলু দে দুগ্গা এলো”। ইমন চক্রবর্তীর ভরাট কণ্ঠে এই গানটি বাঙালির উৎসবের আমেজকে আরও রঙিন করে তোলে। সোম সুমনের সুরে এবং বোধিদীপ্ত শীলের লেখায় গানটি দুর্গাপূজার চিরায়ত আবেগ ও আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ। গানটিতে ধুনুচি নাচের ছন্দ, ঢাকের তাল, এবং শাঁখের আওয়াজ মণ্ডপে মা দুগ্গার আগমনকে ফুটিয়ে তোলে। “উলু দে দুগ্গা এলো, দেখে যা দুগ্গা এলো” এই পংক্তিটি যেন প্রতিটি বাঙালির মনে পুজোর আনন্দ জাগিয়ে তোলে। নতুন শাড়ি, কোলাজ এবং সবার একসঙ্গে মিশে যাওয়ার আহ্বান এই গানটিকে করে তুলেছে উৎসবের এক অপরিহার্য অংশ। এই গানটি দুর্গাপূজার সময় প্রায় প্রতিটি মণ্ডপ এবং বাঙালির ঘরে ঘরে বাজানো হয়, যা উৎসবের উচ্ছ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রশ্নগুলো

প্রশ্ন: ‘উলু দে দুগ্গা এলো’ গানটির শিল্পী কে? উত্তর: এই গানটির শিল্পী হলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী।

প্রশ্ন: ‘উলু দে দুগ্গা এলো’ গানটির গীতিকার ও সুরকারের নাম কী? উত্তর: গানটির গীতিকার হলেন বোধিদীপ্ত শীল এবং সুরকার হলেন সোম সুমন।

প্রশ্ন: ‘উলু দে দুগ্গা এলো’ গানটি কোন উৎসবকে নিয়ে রচিত? উত্তর: এই গানটি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে নিয়ে রচিত।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *