উল্টাপাল্টা বাবা Lyrics | Ultapalta Baba Lyrics
উল্টাপাল্টা বাবা | Ultapalta Baba | Bornomala & Chamok Hasan | বর্ণমালা | চমক। নতুন গান
উল্টাপাল্টা বাবা Lyrics
উল্টাপাল্টা বাবা আমার উল্টাপাল্টা বাবা (২)
এখন থেকে আর রাত জেগে কাজ করা যাবে না
লাগুক মজা তবু পঁচা পঁচা ওসব খাওয়া যাবে না
নিয়ম করে চলতে হবে, বুঝছ নাকি বাবা
আমার কথা শুনতে হবে, নইলে বকা খাবা
উল্টাপাল্টা বাবা আমার উল্টাপাল্টা বাবা (২)
আমার মা পাখিটা কোথায় গেল খুঁজেই পাই না
আজ তোরাই আমার আদর শাসন, তোরাই আমার মা
এখন তুমি বেশি বেশি সাবধানে রবে
তোমার কিছু হলে আমাদের কী হবে?
তাই, শরীরটাকে যত্ন নিতে কোরো নাকো বাহানা
পানি খেতে আর গোসল দিতে ভোলা যাবে না না না
দুইটা ঘণ্টা খেলতে হবে, বুঝছ নাকি বাবা?
রোজ আমাদের সঙ্গে করে পার্কে নিয়ে যাবা।
উল্টাপাল্টা বাবা আমার উল্টাপাল্টা বাবা (২)
Ultapalta Baba Lyrics
🖇️
শিরোনাম: উল্টাপাল্টা বাবা
কণ্ঠশিল্পী: বর্ণমালা (ক্ষুদে শিল্পী)
কথা-সুর ও নেপথ্য কণ্ঠ: চমক হাসান
ভিডিও লিঙ্ক: https://youtu.be/bKI1NWDfqSE?si=Xpuqo4g04EdDfLgc
Chamok Hasan
Title: Ultapalta Baba
Lyrics, Compose & Background Voice: Chamok Hasan