Tumi Kokhon Ese Dariye Acho | তুমি কখন এসে দাঁড়িয়ে আছো

Tumi Kokhon Ese Dariye Acho

তুমি কখন এসে দাঁড়িয়ে আছো

গানের কথাঃ তুমি কখন এসে দাঁড়িয়ে আছো
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ মাহামুদুন্নবী,
চলচ্চিত্রঃ আবির্ভাব (১২/০৪/১৯৬৮ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী/আজিম/শরমিলী আহমেদ প্রমুখ,
পরিচালকঃ সুভাষ দত্ত।

 

Tumi Kokhon Ese Dariye Acho

তুমি কখন এসে,দাড়িয়ে আছো,আমার অজান্তে,

আমার গানেরও প্রান্তে,তুমি দাড়িয়ে আছো গো,
তুমি কখন এসে,দাড়িয়ে আছো,আমার অজান্তে,

আমার গানেরও প্রান্তে,তুমি দাড়িয়ে আছো গো,

তুমি প্রথম,বুঝিয়ে দিলে,একা থাকা ওগো কারে বলে?

তুমি প্রথম,বুঝিয়ে দিলে,একা থাকা ওগো কারে বলে?
জীবনে তোমার কতো প্রয়োজন,সে কথাটি যদি জানতে,
আমার গানেরও প্রান্তে,তুমি দাড়িয়ে আছো গো,

ভাঙ্গলে যখন নিরবতা রমনীয় হলো যতো ব্যথা,

ভাঙ্গলে যখন নিরবতা রমনীয় হলো যতো ব্যথা,
আহা,ভালোলাগার এই ক্ষণটুকু,আরো আগে যদি আনতে,
আমার গানেরও প্রান্তে,তুমি দাড়িয়ে আছো গো,
তুমি কখন এসে,দাড়িয়ে আছো,আমার অজান্তে,

আমার গানেরও প্রান্তে,তুমি দাড়িয়ে আছো গো…!

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *